ওসমানীনগরে মাখন হত্যার ঘটনায় আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৯:৫২:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ওসমানীনগর উপজেলায় যুবক মাখন মিয়া (৩৫) হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) পৃথক অভিযানে এ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তাজপুর আইলাকান্দি গ্রামের আলা মিয়ার ছেলে আলমগীর আলী (৩০) ও একই গ্রামের মৃত আরিজ উল্লাহ-এর ছেলে আজাদ মিয়া (৫৫)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।
এর আগে ২২ মার্চ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আইলাকান্দি গ্রামের একটি বোরো ফসলি জমি থেকে মাখন মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তবে তিনি তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) রাত ১১টার দিকে একটি কাজে মাখন মিয়া বাড়ি থেকে বের হন। পরে আর ফিরেননি। পরে শনিবার দুপুরে বাড়ির পাশের বোরো ফসলের একটি জমিতে জুতা এবং রক্ত দেখতে পেয়ে স্বজনরা একটু দূরে মাখন মিয়ার মরদেহ খুঁজে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি জানান- ঘটনার পর ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে রোববার দুপুরে আইলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে আলমগীর আলীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত ১টি হাতুড়ি জব্দ করে পুলিশ। আলমগীরের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে আজাদ মিয়াকে গ্রেফতার করা হয়।
এদিকে, আলমগীর মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে এ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।