এসএমপি ডিবির নতুন ডিসি রিয়াজুল, এডিসি মাঈনুল
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৯:৫০:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে যোগ দিয়েছেন উপ-কমিশনার মো. রিয়াজুল কবির। ২৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা সিলেটে পদায়নের আগে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন। অপরদিকে, এসএমপি ডিবি’র এডিসি (অতিরিক্ত উপ-কমিশনার) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার আহমাদ মাঈনুল হাসান। ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা এর আগে পটুয়াখালী জেলাপুলিশে কর্মরত ছিলেন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।