সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ১০:০৫:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল মহাসড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।জানা যায়, রোববার সন্ধ্যায় শাহপরান থানার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের খাদিমপাড়া এলাকার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের বাউন্ডারি ওয়ালের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, মৃত্যুবরণকারী ব্যক্তি ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তার লাশ দাফন করা হয়েছে।