ফ্যাসিস্টদের ষড়যন্ত্র সম্পর্কে জাতিকে সতর্ক থাকতে হবে : কাহের শামীম
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ১০:১৭:৫৪ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা জাতিকে বিভক্তির মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন ও গণতান্ত্রিক সরকার ছাড়া ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকানো সম্ভব নয়।
তিনি সোমবার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
মোল্লাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদের সভাপতিতে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, রিপন মাষ্টার ও লাউতা ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক, মুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, লাউতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমদ, আব্দুল আহাদ বাবলু ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি