শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫, ৬:০১:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের পরিচালনা (এডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট। ২৪ মার্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল হক স্বাক্ষরিত এক পত্রে স্কুলের প্রধান শিক্ষককে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
অধ্যাপক আব্দুস সহিদ খানকে সভাপতি, প্রধান শিক্ষক কয়সর আহমদকে সদস্য সচিব, মো. আব্দুর রব সুহেলকে শিক্ষক প্রতিনিধি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুল হালিমকে অভিভাবক সদস্য মনোনীত করে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়সর আহমদ তার বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।