শ্রীমঙ্গলে সুবিধা বঞ্চিতদের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫, ৬:০০:১৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের উদ্যোগে ১২ শতাধিক সুবিধাবঞ্চিত লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরে জেলা পরিষদ অডিটোরিয়ামে লোকজনের হাতে এ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা।
সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ এর সভাপতিত্বে ও ব্যবসায়ী আক্তার হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সংগঠনের সহসভাপতি মোসাব্বির আল মাসুদ। উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের উপদেষ্টা প্রবাসী সাজন মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মকসুদ আলী।