কুলাউড়ায় গণহত্যা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫, ৫:৫৭:২০ অপরাহ্ন

Oplus_16908288
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুস সহিদ প্রমুখ।
সভায় বক্তারা ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধে গণহত্যার স্মৃতিচারণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন।