গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫, ৮:১৮:৩৭ অপরাহ্ন
গোলাপগঞ্জে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। এতে উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ১০ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। সোমবার বেলা আড়াই ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র স্থানীয় প্রতিনিধি মাসহুদুল হুদা খানের সঞ্চালনায় মাওলানা রশিদ আহমেদের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, রাগীব-রাবেয়া কলেজের সহকারি অধ্যাপক খালেদ উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুস সাত্তার মুন্না। বক্তব্য রাখেন পোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউএস এর স্থানীয় প্রতিনিধি আবু শাহাদাত মোহাম্মদ হাদি ও জাকির আহমদ চৌধুরী প্রমুখ। গোলাপগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের ৩ শত ৬০ টি পরিবারে পরিবার প্রতি নগদ ৩ হাজার টাকা করে ১০ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি