সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫, ৮:১৬:২৪ অপরাহ্ন
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে আসন্ন জাতীয় বাজেটে উন্নয়নবঞ্চিত সিলেট বিভাগের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, ইত্যাদি খাতে বিশেষ বরাদ্দ দিয়ে সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।
গত সোমবার দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় উপরোক্ত দাবি জানানো হয়। নগরীর সুরমা ম্যানশনস্থ ফোরামের কার্যালয়ে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সরকারের আমলে সিলেট বিভাগের জন্য গৃহিত প্রকল্পগুলো স্থগিত না করে প্রকল্পগুলোর কাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমমেই দ্রুত শুরু করার জন্য দাবি জানানো হয়।
সভায় সিলেট বিভাগের বিরাজমান সমস্যা নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী অ্যাডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিনিয়র সদস্য কয়েস আহমদ সাগর, সাবেক মেম্বার ইর্শ¦াদ আলী, লেখক আব্দুল মালিক অ্যাডভোকেট, গীতিকার বাহাউদ্দিন বাহার, রিয়াজ উদ্দিন আহমদ, আবর মিয়া পীর, শরিফুল হুদা চৌধুরী অ্যাডভোকেট, ওয়াহিদুর রহমান অ্যাডভোকেট, মলয় চক্রবর্তী অ্যাডভোকেট, নেপাল চন্দ্র চন্দ অ্যাডভোকেট প্রমুখ।
সভায় বক্তারগণ বলেন, সিলেট-ঢাকা সড়কপথে যাতায়াত এখন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যাতায়াতে মাত্রাতিরিক্ত সময় ব্যয় হওয়ায় সিলেট থেকে সড়কপথে ঢাকা ও চট্রগ্রাম যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এহেন অবস্থা নিরসনে সিলেটবাসীর ঈদযাত্রা সহজ করার স্বার্থে আসন্ন ঈদে সিলেটবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম এর মধ্যে যাতায়াতকারী সকল ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি, যাত্রীসেবার মান উন্নয়ন, ঈদের আগে ও পরে সিলেট-ঢাকা প্রতিদিন ২টি করে বিশেষ ট্রেন চালুর দাবি জানান। একই সাথে সিলেট-ঢাকা রুটে সরকারী বেসরকারী এয়ারলাইন্সসমূহের ফ্লাইট বৃদ্ধি বা অতিরিক্ত ফ্লাইট চালুর দাবি জানান। বিজ্ঞপ্তি