মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫, ১০:১২:০৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন মহানগর চার কয়েল শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার নগরীর শেখঘাটস্থ একটি কার্যালয়ে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হোসেন আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জুবের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির হিসাবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ দিলশাদ মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ লেবার পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন থানা-৩ সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, শ্রমিক নেতা ফরিদ আহমদ ও জাকির হোসেন। বিজ্ঞপ্তি