কদমতলী টার্মিনালে শ্রমিক কল্যাণের পরিবহন শাখার ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫, ১০:১৩:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর পরিবহন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নগরীর কদমতলীস্থ লেট কেন্দ্রীয় বাস টার্মিনালে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিবহন শাখার সভাপতি এস এম মনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু কাউসার কয়েসের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, সাবেক কার্যকরী সভাপতি রুনু মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন শাখার সহ সভাপতি তৌফিক আহমদ চৌধুরী, মো: মাহমদ আলী, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক মিয়া, জেলা পরিবহন মালিক সমিতির সহ সভাপতি রাজন মিয়া,আন্তঃজেলা শ্রমিক উপকমিটির সাবেক সহ সভাপতি নুরুজ্জামান, সাবেক কোষাধ্যক্ষ শিহাব আহমদ, ঢাকা রোডের সদস্য ওহাব মিয়া, শ্রমিক নেতা শামসুল হক মানিক ও মনোয়ার হোসেন মিরাশ প্রমূখ। বিজ্ঞপ্তি