সুনামগঞ্জে তালা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ডিসির দাবি পূর্বপরিকল্পিত
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৫, ৮:৪৪:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে তালাবদ্ধ গেটের সম্মুখীন হন মুক্তিযোদ্ধারা। সুনামগঞ্জ শহরের ডিএস রোডের শহীদ মিনারে এসে তাঁরা দেখেন, গেইটে তালা ঝুলছে। পরে তালা ভেঙেই সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধারা।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত করে মুক্তিযোদ্ধারা নিজেদের উদ্যোগে এই শহীদ মিনার নির্মাণ করেছিলেন। এরপর থেকে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে এখানেই শ্রদ্ধা জানানো হয়ে আসছে। তবে এবার জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রদ্ধা নিবেদন স্মৃতিসৌধে করার কথা ছিল। কিন্তু মুক্তিযোদ্ধারা সকালে তালা ভেঙে পুরনো শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আগেই সিদ্ধান্ত হয়েছিল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ডিএস রোডের শহীদ মিনারের সামনে ফুটপাত দখল হয়ে আছে, এটি ব্যস্ত এলাকা। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় সেখানে তালা দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধারা চাইলে আমাদের কাছে চাবি চাইতে পারতেন, আমরা তা দিয়ে দিতাম। কিন্তু তাঁরা তালা ভেঙে ঢুকলেন এবং ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলেন, যা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চায়।’
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, ‘অনেক মুক্তিযোদ্ধা এখানে ফুল দিতে এসেছিলেন। কিন্তু কে বা কারা তালা ভেঙেছে, তা জানি না।’
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল বলেন, ‘স্বাধীনতা দিবসে পুরাতন শহীদ মিনার তালাবদ্ধ রাখা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযোদ্ধাদের ঢাল বানিয়ে কিছু গোষ্ঠীর স্বার্থ হাসিলের প্রচেষ্টাও নিন্দনীয়।’
এ বিষয়ে সুনামগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, ‘ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার, আর স্বাধীনতা ও বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাই স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে কারণে পুরাতন শহীদ মিনার বন্ধ রাখা হয়েছিল।’