নগরীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৫, ১০:৫৫:৫৯ অপরাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ অ্যাডভোকেট, অরুণ দেবনাথ অ্যাডভোকেট, কেন্দ্রীয় সদস্য ব্যবসায়ী নেতা মো. লায়েক মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবসংগঠক রাহেল বক্ত, শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা গত ২৪শে মার্চ দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সাবেক এমপি এবং বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি’র নিবন্ধটি নিয়ে আলোচনা করেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে, বিগত ৭ মাসে দেশে ৫ হাজার কোটিপতির জন্ম হয়েছে। বক্তারা এই পরিস্থিতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে তৎপর হয়ে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। তারা দাবি করেন, জাতির শত্রু হিসেবে এই বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, বিগত সরকার দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল, যাদের আমলে দেশ লুটেরা, ঋণ খেলাপী, দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠেছিল। তারা ৭১ ও ২৪ এর চেতনা ধারণ করে, নৈরাজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের দাবি জানান।
সভা শেষে, উন্নত বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকবাল হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি