মৌলভীবাজারে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৫, ১১:০৯:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজার সংবাদদাতা ::
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনোয়ার আহমেদ রহমান এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্বাস্থ্য কামনা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ূ কামনা সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র জন্য “দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ বেগম খালেদা রব্বানী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মতিন বকস্, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আব্দুল হক, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাস চৌধুরী, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব ইজদানী ইমরান।
ইফতারে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড: আবু তাহের,এডভোকেট সুনীল কুমার দাস,মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ উমেদ আলী,এম সি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরী, সৈয়দ মিনহাজ।
রাজনৈতিক দলের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফকরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সহ-সেক্রেটারি আলাউদ্দিন শাহ্, মৌলভীবাজার জামায়াতে ইসলামী সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখার আমীর তাজুল ইসলাম প্রমুখ।