যথাযোগ্য মর্যাদায় বালাগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৫, ১১:১৮:৪৪ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি ::
আজ ২৬ শে মার্চ বুধবার সারাদেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানান কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় উপজেলার তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ, বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা জোহরের নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের আলোকসজ্জা করা।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ , বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফরিদ উদ্দিন আহমেদ ভুইয়া , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ,জ,ম সালাহ উদ্দিন ।
আরো উপস্থিত ছিলেন, বালাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র এজিএম আলাওল হক , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান আহমদ, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র , সমাজ সেবা কর্মকর্তা জুয়েল আহমদ , উপজেলা তথ্য আপা সুবর্না দেব সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।