শাহপরাণ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ট্রাক আটক, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৫, ১১:৩২:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করা হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল।
গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে পুলিশ দল বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি বালু বোঝাই ট্রাক (ফেনী-ট-১১-০৭৮০) তল্লাশি করে ট্রাকের সামনের অংশে ত্রিপল দিয়ে ঢাকা চারটি কালো ব্যাগ থেকে ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা।
অভিযানে মোঃ মকবুল খান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সিলেটের জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকার বাসিন্দা। আটককৃত ট্রাকটির আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা এবং ট্রাকে থাকা ৪০০ ফুট বালুর মূল্য আনুমানিক ১২০০ টাকা।
ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা (এফআইআর নং-২৪, তারিখ: ২৬ মার্চ ২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিলেট মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।