স্বাধীনতা দিবসে শাবিতে ঈদ উপহার বিতরণ করলো ছাত্রশিবির
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ১২:২৬:২২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ কর্মসূচি পালন করেছে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতারা ।
বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়া বাজার এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় কর্মচারীদের হাতে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের পরিবারেরই অংশ। তাঁরা প্রতিদিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ক্যাম্পাসের কার্যক্রম সচল রাখেন। তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও আমরা ঈদ উপহার প্রদান করেছি। এটি শুধু উপহার নয়, আমাদের ভালোবাসা ও সম্প্রীতির প্রকাশ।’