জালালপুর বাজারে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ আহত ৩০
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:২২:১৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমার জালালপুর বাজারে কথা কাটাকাটির জের ধরে সিএনজি চালিত অটোরিকশার দু’টি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের প্রায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, জালালপুর বাজারে সিএনজি চালিত অটোরিকশার দু’টি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে কয়েকদিন যাবত গাড়ি পার্কিং নিয়ে বিরোধ চলছিলো! এই নিয়ে উভয় পাড়ে শ্রমিকদের মধ্যে
মনমালিন্য চলে আসছেছিলো।
বুধবার রাতে এবিষয়টি মিমাংসার জন্য শ্রমিক নেতৃবৃন্দ বৈঠকে বসেন। এখানে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সুত্রপাত ঘটে। পরে দুই স্ট্যান্ডের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষের মধ্যে
ইট পাটকেল হয় উভয় দুই পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি ব্যবসায়ীরা।
সংঘর্ষের খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যস্থতায় দুই পক্ষকে শান্ত করা হয়।
ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) আকলিমা আক্তার, সহকারি পুলিশ কমিশনার মোঃ আব্দুল বাতেন খান, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ন।
বিষয়টি সমাধানের লক্ষে স্থানীয় নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠকে বসে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।