পবিত্র লাইলাতুল কদর আজ
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ১১:৩৮:৩১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ইসলাম ধর্মে এই রাতকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে।
লাইলাতুল কদরের মাহাত্ম্য
পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। মহান আল্লাহ তায়ালা এই রাতে অসীম রহমত ও বরকত বর্ষণ করেন। ইসলামিক স্কলারদের মতে, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে, তবে ২৬ রমজানের দিবাগত রাতকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।
ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন। মসজিদ, মাদ্রাসা ও বাসাবাড়িতে সারারাত ইবাদত-বন্দেগি চলবে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে।
পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। এছাড়া বিভিন্ন সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।
লাইলাতুল কদরের গুরুত্ব
এই রাতে মানবজাতির মুক্তির সনদ পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এ সম্পর্কে সুরা আল-কদরে বলা হয়েছে: “নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।” (সুরা কদর: ১-৩)
হাদিস শরিফে উল্লেখ রয়েছে, “যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গোনাহ মাফ করে দেওয়া হবে।” (সহিহ বোখারি)
ধর্মপ্রাণ মুসলমানদের এ রাতে গুনাহ থেকে বিরত থেকে বেশি বেশি ইবাদত করার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। বিশেষ করে মাগরিব ও এশার নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করলে শবে কদরের পূর্ণ ফজিলত লাভ করা সম্ভব।
আজকের পবিত্র এই রাতে সবার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দোয়া করা উচিত। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে শবে কদরের বরকত অর্জনের তৌফিক দান করুন।