এপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে, শঙ্কা তীব্র বজ্রঝড়ের
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৪:১৮:১৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: আসছে এপ্রিলে দেশের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এছাড়া হতে পারে তীব্র বজ্রঝড়ও।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, এপ্রিলে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া দেশে ৫-৭ দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা/ মাঝারি ধরনের এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
এপ্রিলেই দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/ মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
এদিকে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।