গোলাপগঞ্জে এসএসসি ৯৩ ব্যাচের ‘রামাদান হেল্পিং হ্যান্ডস’ অনুষ্ঠিত’
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:২২:০৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ১৯৯৩ ব্যাচের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) ‘রামাদান হেল্পিং হ্যান্ডস’ অনুষ্ঠিত হয়েছে। এতে ভাদেশ্বর ইউনিয়নের ৯টি ওয়ার্ডসহ করগ্রাম এলাকার ৩৫০টি অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ছয় ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমজ্জামান। প্রধান অতিথি ছিলেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামীম আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক তারেক জলিল, সহকারী প্রধান শিক্ষক মো. আমিন উদ্দিন ও সমাজসেবী হাজী মো. আতাউর রহমান।
এছাড়া, যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ, শিক্ষানুরাগী নজরুল ইসলাম, শামস উদ্দিন, মো. হাসান আহমদসহ ৯৩ ব্যাচের পক্ষ থেকে মিফতাহ উদ্দিন, উজ্জল আহমদ ও সেলিম আহমদ বক্তব্য রাখেন। আয়োজনে মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইংল্যান্ড প্রবাসী ৯৩ ব্যাচের বন্ধু এম এ মান্নান, যিনি অনুদান সংগ্রহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ উদ্যোগে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত ৯৩ ব্যাচের শিক্ষার্থীরা এবং স্থানীয় সামাজিক সংগঠনগুলো সহযোগিতা করেছে।-বিজ্ঞপ্তি