অসহায়দের মাঝে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:৩৬:৩৮ অপরাহ্ন
এনআরবি ব্যাংক লিমিটেড’র শরীয়া বোর্ডের ভাইস চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ইমতিয়াজ আহমেদ এর পক্ষ থেকে বৃহত্তর রায়নগর সোনারপাড়া এলাকার অসহায়দের ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রায়নগর সোনারপাড়া এলাকায় এই ঈদ উপহার বিতরণ হয়।
মো: রিয়াদ আহমদ এর সভাপতিত্বে ও আমিনুর রহমান রাহীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা পাওয়ার আশায় অতীতের ন্যায় এনআরবি ব্যাংক এর পরিচালক আমাদের অত্র এলাকার কৃতী সন্তান ইমতিয়াজ আহমেদ এই জনকল্যাণ মূলক কাজ পরিচালনা করে আসছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, যাতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত রায়নগর সোনারপাড়া সমাজ কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম, নিহাদ আহমদ, রমজান আহমদ, কালাম আহমদ, ধনু মিয়া, শিবলু রহমান মুন্না প্রমুখ।-বিজ্ঞপ্তি