সিলেটে নিষিদ্ধ সংগঠনের নেতা ও চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:৪৩:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ মার্চ) রাত ২টা ৪০ মিনিটে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আলী খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসএমপি মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নাঈম (২৯)। তিনি কোতোয়ালী থানার আখালিয়া এলাকার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের পাশে একটি দোকানে অবস্থানকালে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নাঈমের বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।