বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:৫৫:১৫ অপরাহ্ন
প্রবাস ডেস্ক ::
যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উদ্যোগে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রেসক্লাব সদস্যদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বার্মিংহামের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়া উদ্দিন তালুকদার।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলা প্রেসক্লাব শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, কমিউনিটির কল্যাণেও কাজ করছে। প্রেসক্লাবের সদস্যরা সমাজকর্মী হিসেবে ব্রিটেনের মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।” তিনি নতুন প্রজন্মকে মূলধারার পেশায় আরও সম্পৃক্ত হতে উৎসাহিত করেন এবং কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান।
ইফতার পূর্ব আলোচনা সভায় মাওলানা কাদির আল হাসান মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোকাররম হাসান।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের এ ধরনের আয়োজন রমজানের শিক্ষা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দেন আমন্ত্রিত অতিথিরা।