সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করল হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:৫৯:০১ অপরাহ্ন
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানাস্থ সাহেদ মিয়ার কলোনীর শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বিশিষ্ট ব্যবসায়ী রুহেল আহমদের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকেরের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, “সামান্য সহযোগিতাই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এই শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটা আমাদের জন্য পরম আনন্দের বিষয়। আমরা যদি সবাই আমাদের চারপাশের মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই।” তিনি ভবিষ্যতেও গরীব ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক তামিম ইব্রাহীম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান তওহীদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পাবেল, কোষাধ্যক্ষ আলভী আহমদ চৌধুরী, এবং মনজুর হুসেন খান কল্লোল, মুনতাসির, মইনুল, আব্দুল্লাহ মুহিত প্রমুখ।-বিজ্ঞপ্তি