পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের উদ্যোগে কেওয়াছড়া চা বাগানে শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ১১:০১:৫০ অপরাহ্ন
ন্যাশনাল টি কোম্পানির অন্তর্ভুক্ত লাক্কাতুরা চা বাগানের ফাঁড়িবাগান কেওয়াছড়া। সিলেটের সরকারি বেসরকারি কিছু চা বাগানের মত এই বাগানের শ্রমিকেরা সম্প্রতি চরম অর্থনৈতিক সংকটে রয়েছে। অপর্যাপ্ত মজুরির পাশাপাশি কিছু বাগান অনিয়মিতভাবে মজুরি পরিশোধ করা হচ্ছে। ফলে চা শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েছে। তাদের দুর্ভোগ দুরাবস্থার কথা জানাতে সম্প্রতি বিভিন্ন বাগান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘসময় অবস্থান করে শ্রমিকেরা।
এই অবস্থান কর্মসূচিতে সমস্যার সমাধান হয়নি। তবে মৌখিক প্রতিশ্রুতি পাওয়া গেছে। কিন্তু প্রতিশ্রুতিতে পেট চলে না।
তাদের পেট চালাতে হলে বিত্তশালী ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। তাই পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট-এর পক্ষ থেকে কেওড়াছড়া চা বাগানের ৫০টি শ্রমিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
আজ ২৭শে মার্চ বৃহস্পতিবার বেলা বারোটায় চাল, ডাল, আটা, তেল ও আলু দিয়ে তৈরি ৫০টি খাবার প্যাকেট কেওয়াছড়া বাগানের ৫০টি শ্রমিক পরিবারে প্রদান করার সময় পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট এর পক্ষ থেকে বলা হয়, শ্রমিক পরিবারগুলো অসহায়। সিলেটের ঐতিহ্যের প্রতীক চা বাগান। চা শ্রমিকদের বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতি সিলেটের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ। বৃহৎ জনগোষ্ঠী যে সময় ঈদ উদযাপন করতে যাচ্ছে সেই সময়ে ক্ষুদ্র জাতিসত্তার চা শ্রমিক জনগোষ্ঠী অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। তাই সচেতন নাগরিকদের উচিত চা শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসা।
একই সাথে নাগরিক ও রাজনৈতিক সংগঠনের উচিত চা শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকা রাখা। বিগত সরকারের আমল থেকে চা শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে কিন্তু দাবি আদায় হচ্ছে না। চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে বকেয়া মজুরি পরিশোধ, ন্যায্য মজুরি নির্ধারণ, নিয়মিত রেশন প্রদান, স্বাস্থ্যসেবা ও বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ট্রাস্টি আব্দুল করিম কিম, অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন, অ্যাডভোকেট সুদীপ্ত অর্জুন, রেজাউল কিবরিয়া লিমন, পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সিলেট জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, আলমগীর আলম শাহান এবং ন্যাশনাল টি কোম্পানি সিলেট-এর উপ-ব্যবস্থাপক সৈয়দ তানজিদ রুবাইয়াত।-বিজ্ঞপ্তি