ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কর্তৃক শিক্ষার্থীর মধ্যে ঈদ বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ১১:০৪:৪৬ অপরাহ্ন
মৌলভীবাজারে সামাজিক সংগঠন’ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’ কর্তৃক ১০০ সুবিধা বঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
বুধবার মৌলভীবাজার শহরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজুর রহমানের উপস্থাপনায় ডা:নিজাম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনসুর আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: শামসুল ইসলাম, মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটার স্বনামধন্য আইনজীবী আব্দুল মতিন চৌধুরী,কুলাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দীন,অধ্যাপক সেলিম উদ্দিন,সৈয়দ মুস্তাফিজুর রহমান,আলাল খান প্রমুখ।
অতিথিবৃন্দ সংগঠনের অতিক্রমধর্মী এ আয়োজনে ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এরকম কাজে এগিয়ে আসার আহ্বান জানান।আলোচনা শেষে অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের হাতে ঈদ পোশাক তুলে দেন এবং মনোরম পরিবেশে তাদের সাথে ইফতার করেন।-বিজ্ঞপ্তি