ছাত্র অধিকার পরিষদ সিলেটের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৩:৪০:৩০ অপরাহ্ন
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭শে মার্চ) ২৬ রমজান নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এবি আল মাহমুদের সভাপতিত্বে ও ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের যুগ্ন সাধারন সম্পাদক মিসবাউল হক মোহনের সঞ্চালনায় রেজাউল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি এস এম আমির।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক নাইম লষ্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও গণ অধিকার পরিষদ সিলেট জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আলবাব চৌধুরী ও মহানগরের সভাপতি জাকাওয়ান হোসেন, ছাত্র মজলিস সিলেট মহানগরের প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সহ সভাপতি পিনাক রায়,সাধারণ সম্পাদক বুশরা সোহেলী, ছাত্রদল এমসি কলেজ প্রতিনিধি সুনাম দেব, ছাত্র জমিয়ত এমসি কলেজ শাখার সভাপতি সাইফুর রহমান,বড়লেখা সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব মনসুর আহমদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো:আলী হোসাইন,সহ- সভাপতি মাহবুবুল আলম তোফায়েল, স্বাধীনতা ও মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক শাহিন বাপ্পি, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি শাহ শামিম আহমদ অপু,সহ সভাপতি জুবায়ের আহমদ তোফায়েল, মহানগর সভাপতি জোনাব আলী,সাধারণ সম্পাদক সামাদ আজাদ,শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা সভাপতি রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মনজিল,জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রফি তফাদার, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মজলুম ছাত্রনেতা এনাম আরিয়ান ,মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক আমির জালালি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সদস্য তামিম,উজ্জল সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি