ওসমানীনগরে স্বাধীনতা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৬:০০:০৪ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে তাজপুর ডিগ্রী কলেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পন্ন হয়। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাজিব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, ওসমানীনগর থানার এসআই শামসুল হক। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, উপজেলা সংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নিপেন্দ্র বিশ^াস, পবিত্র মজুমদার, ফারুক আহমদ, সুনাওর আলী, গোলাম রব্বানী ইউসুফ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাশুক আহমদ ও গীতা পাঠ করেন সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত।