দিরাই-শাল্লায় দুস্থদের শিশির মনিরের খাদ্য সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৫:৫৯:০০ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে দিরাই শাল্লার প্রত্যেকটা ইউনিয়নের অসহায়-দু:স্থ মানুষের মধ্যে ১৪০০ ফুড প্যাক বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দিরাই-শাল্লার সকল স্তরের মানুষ।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিশির মোহাম্মদ মনির। তিনি জানান, গত ২দিন থেকে দিরাই-শাল্লার বিধবা, এতিম, বিশেষ চাহিদা সম্পন্ন ও অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে ফুড প্যাকগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আজকেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, নুডলস ও চিনিসহ প্রয়োজনীয় খাদ্য (ঈদসামগ্রী) রয়েছে ফুড প্যাকগুলোতে। খাদ্য সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত সকলেই।
শিশির মোহাম্মদ মনির বলেন, ঈদের আনন্দ সবার জন্য। আমি চাই, দিরাই-শাল্লার প্রত্যেকটি মানুষ সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করুক। এই জনপদের প্রতি আমার দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সমাজে ঈদ শুধু উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোর সময়। আমি আশা করি, এই ফুড প্যাক তাদের ঈদের আনন্দে সামান্য হলেও স্বস্তি আনবে এবং ঈদের আনন্দকে পূর্ণ করবে।
উল্লেখ্য, শিশির মোহাম্মদ মনির বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল।