বিয়ানীবাজারে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৭:৩১:৪৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ও বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের অন্যতম শক্তি ছিল দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্য। আওয়ামী জুলুম-নিপীড়নের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মাঝে বিভক্তি দেখা দিয়েছে। সেই সুযোগে ফ্যাসিবাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র থেকে জাতিকে রক্ষায় গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।
তিনি বুধবার বিয়ানীবাজার পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিয়ানীবাজার পৌর বিএনপির সহ-সভাপতি হোসেন আহমদ দুলনের সভাপতিত্বে, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক আইনুল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। মাহফিলে পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ছাড়াও পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক অংশ নেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক লিটন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, জেলা যুবদলের সদস্য এম এ ছামাদ আহমদ, বাবেল তাপাদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাস প্রমূখ। বিজ্ঞপ্তি