মৌলভীবাজারে গণঅভ্যুত্থানে আহত-নিহতদের সেনাবাহিনীর সম্মাননা
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৭:৩৪:১৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে ইফতার ও ঈদ উপহারের আয়োজন করা হয়।
বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা সদরে সেনাবাহিনী আয়োজিত ইফতারে ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমরুল মাবুদ উপস্থিত থেকে আগত মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেন।
এসময় শাহাদৎ বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট তানভির হোসেন, সেনাবাহিনী মৌলভীবাজর ইউনিটের কমান্ডিং অফিসার লে: কর্ণেল সাজ্জাদ সহ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।