পরিবহন শ্রমিকদের নিসচার খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৭:৩৬:৩৩ অপরাহ্ন
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে পরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর সুবিদবাজার লন্ডনী রোডে শুক্রবার বিকালে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু। নিরাপদ সড়ক চাই সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাছিব এর পরিচালনা বক্তব্য রাখেন মোস্তফা হোসেন সম্রাট, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, মোহাম্মদ মুছা খান, মোঃ আব্দুস সাত্তার, ইমরান আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি