আনজুমানের কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৭:৩৯:৫৫ অপরাহ্ন
প্রতি বছরের ন্যায় চলতি রমজানে তা‘লিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ও আনজুমানের ব্যবস্থাপনায় নগরীর অর্ধশতাধিক কেন্দ্রে সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।মঙ্গলবার বিকেলে নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে তা‘লীমুল কুরআন সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও মুয়াল্লিমদের সম্মানী প্রদান অনুষ্ঠিত হয়। কোর্সের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা খলীলুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী ড. মাওলানা এএইচএম সোলায়মানের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তা‘লিমুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা জাহেদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন কোর্সের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল মুকিত, মু’আল্লিম শরীফ মোহাম্মদ শাহজালাল ও মাওলানা শামস।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, মাহে রমজান হচ্ছে কুরআন নাযিলের মাস। পবিত্র এই মাসে সহীহ কুরআন শেখা ও প্রশিক্ষণ দেয়া দুটোই গুরুত্বপূর্ণ কাজ। কুরআন হচ্ছে মুমিনের পথচলার গাইডলাইন। তাই কুরআনকে শুধু মুখস্থ ও অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা। কুরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে। ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিশ্চিত করতে কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। বিজ্ঞপ্তি