কুলাউড়ায় পৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৭:৪১:০৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর শ্রমিক দলের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর শ্রমিক দলের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও জুবেদ আহমদ চৌধুরী সুমনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আব্দুল মজিদ, পৌর বিএনপি নেতা শামীম আহমদ, শ্রমিক দলের সাবেক সভাপত আজিুজর রহমান রোকন, কাদিপুর বিএনপির সদস্য মুক্তার আহমদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বাবলু, সাবেক সাংগঠনিক সংম্পাদক সোহেল আহমদ, জেলা শ্রমিক দল নেতা উজ্জল আহমদ, ছাত্রদল নেতা হাবিবুর রহমান টিপু প্রমুখ।