দক্ষিণ সুরমায় এম এ মালিকের পক্ষে ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৭:৪৪:১০ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমার পশ্চিমভাগ এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার বিকেলে সিসিকের ৪১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাগ আবাসিক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার ঢাকা ফোরাম ইউ.কে’র সভাপতি গোলাম শাব্বীর আলী পারভেজ। সিলেট সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড আওয়াজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুচাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিন।
সিলেট মহানগর যুবদল সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক কে আর জসিম, যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ আহমদ, সিলেট জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি মো. শাহপরান আহমদ, ব্যবসায়ী রোটারিয়ান মো. গোলাম কিবরিয়া নাঈম, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতির মেরাজ মোস্তাক, ডিজিএইস ঢাকা এর মোঃ তাজুল ইসলাম, তেতলী ইউনিয়ন বিএনপি সহ-সেচ্চাসেবক বিষয়ক সম্পাদক খছরুজ্জামান।
এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং কুচাই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র ঈদ উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি