২৪ ঘন্টায় র্যাবের হাতে ১৭ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৮:৪৫:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক মঞ্জুর করিম। এই সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র বাদল মিয়া কাউছার (২৭), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ডুলকর গ্রামের আলাউদ্দিনের পুত্র সুহেল আহম্মদ রকি (২০), নগরীর কোতোয়ালী থানার সওদাগরটোলার আলমগীর মিয়ার পুত্র মো: সাজা মিয়া, সুনামগঞ্জ সদরের পূর্ব বীরগাও গ্রামের সিরাজুল ইসলামের পুত্র তায়েফ আহম্মদ (২৬), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের শেখ খলিল মিয়ার পুত্র শেখ মনির উরফে কালা মনির (৩০), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কুনিহাটি গ্রামের রনজু মিয়ার পুত্র খোরশেদ মিয়া (২৭), সুনামগঞ্জের ছাতক থানার টুকেরগাঁওয়ের সামছুল হকের পুত্র আকাশ হোসেন (২১), ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার দক্ষিণ মোড়াইল গ্রামের মন্নাফ মিয়ার পুত্র মোঃ শাহীন (৩২), একই জেলার সদর থানার কান্দিরপাড় গ্রামের সফিক মিয়ার পুত্র সায়মন (২২), একই জেলার সদর থানার কাজিরপাড়া গ্রামের মনমিয়ার পুত্র রমজান আল আমিন (২১), একই জেলার বিজয়নগর থানার ছত্তরপুর গ্রামের শহীদ সিকদারের পুত্র মাসুম মিয়া (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ফুলবাড়ী গ্রামের হানিছ মিয়ার পুত্র আশাদুল মিয়া (৪২), একই থানার কাকিয়াপুর গ্রামের আবুল কালামের পুত্র শামীম মিয়া (৩০), সুনামগঞ্জ জেলার সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ বাদশা মিয়া (৩০), একই জেলার বিশ^ম্ভরপুর থানার শিলদুয়া গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (৪৮), সদর থানার ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুল মুকিতের পুত্র আজাদ (৩০) ও বিশ^ম্ভরপুর থানার মহকুড়া গ্রামের আজিজ মিয়ার পুত্র সুমন (২২)।
আটক সকল আসামীর বিরুদ্ধে একের অধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। র্যাব জানায়, আসন্ন ঈদে সিলেটে কিশোর গ্যাং চাদাবাজ, ছিনতাইকারীর তৎপরতা বেড়েছে। ঈদকে কেন্দ্র করে বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব। গ্রেফতারকৃতকৃত সবাই চিহ্নিত ছিনতাইকারী। তারা মাদকের টাকা জোগার করতেই এই অপকর্ম চালাতো। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।