জকিগঞ্জে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৮:৪৭:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জকিগঞ্জ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল কাদির (৪০)। তিনি জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা।
সিলেট জেলা পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল সুলতানপুর ইউনিয়নের গনিপুর স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম কালে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে তাকে আটক করে। এসময় পুলিশ আব্দুল কাদিরের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধারসহ ও মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।