কোম্পানীগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৯:১৯:০৩ অপরাহ্ন
আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন বাজারের ফার্মেসীর পল্লী চিকিৎসকদের কাছেও ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে।
শুক্রবার কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৮জন রোগী ভর্তি হয়েছেন। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২৮ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ডায়রিয়াপ্রবণ এলাকা ভোলাগঞ্জ আদর্শগ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি ঐ এলাকার জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণ করেন। এছাড়া জনসাধারণের মাঝে ডায়রিয়া বিষয়ে জনসচেতনতা ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা অন্য যে কোন সময়ের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের শুরুতে প্রতিদিন অর্ধশতকের বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভোলাগঞ্জ আদর্শগ্রামে। এখন থেকে প্রতিদিন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন।
বিভাগীয় পরিচালকের পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক রোগ নিয়ন্ত্রণ ডা. নুর এ আলম শামীম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাইনুল আহসান, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম নয়ন, এম ও সি এস ডা. স্বপ্নীল সৌরভ রায়, কোম্পানীগঞ্জ উপজেলার এমওডিসি ডা. প্রভাকর রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমিত রায়, জেলা সেনেটারি ইন্সপেক্টর বেনীভূষণ দে, কোম্পানীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর হিমেল রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মতিন প্রমুখ।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম নয়ন জানান, উপজেলাজুড়ে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিভাগীয় পরিচালক শুক্রবার কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন।