মাধবকুন্ড জলপ্রপাতে মহাবারুণী গঙ্গা স্নানে পূণ্যার্থীর ঢল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৯:২২:১১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: দেশের অন্যতম প্রাকৃতিক ঝর্ণা মাধবকুন্ড জলপ্রপাতে প্রতি বছরের চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশ তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটি মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে বৃহস্পতিবার মাধবকুণ্ড জলপ্রপাতে মহাবারুণী গঙ্গাস্নানের আয়োজন করে। ভোর রাত থেকে পূণ্যার্থীরা মাধবকুন্ডে আসতে শুরু করেন। সরেজমিনে এবার মাধবকুন্ডে বারুণীস্নানে পূণ্যার্থীর ঢল নামতে দেখা গেছে।
মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কুমার পাল ও সাধারণ সম্পাদক ডা. মুক্তা লাল বিশ্বাস জানান, মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে মহাবারুণী গঙ্গাস্নানে সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হিন্দু ধর্মাম্বলীরা অংশ গ্রহণ করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় শান্তিপূর্ণভাবে পূণ্যার্থীরা কুন্ডের পানিতে গঙ্গাস্নান সহ পূজা অর্চনা সম্পন্ন করেছেন।