যারা নিঃস্বার্থে দরিদ্র মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক: ড. এনামুল হক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৯:২৫:২৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, যারা নিঃস্বার্থভাবে দরিদ্র ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত দেশপ্রেমিক। সমাজ হিতৈষী ব্যক্তিরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট লাঘবে প্রতিনিয়ত কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম সমাজসেবী নিয়াজ মো. আজিজুল করিম। তিনি শাহজালাল ইয়ুথ ফোরামের মাধ্যমে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
তিনি শুক্রবার দুপুরে সিলেট নগরীর দরগাহ মহল্লার পায়রা এলাকাস্থ মুহিবুর রহমান একাডেমিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহজালাল ইয়ুথ ফোরাম এর উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি ও ফোরামের উপদেষ্টা মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও সমাজসেবী নিয়াজ মো. আজিজুল করিমের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফোরামের উপদেষ্টা অধ্যাপক সাইফুল কবির চৌধুরী, দৈনিক সিলেট ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা অধ্যাপক মুহিবুর রহমান, ফোরামের উপদেষ্টা যথাক্রমে এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আলী মোস্তফা মিশকাত উন নূর, পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সাধারণ সম্পাদক ও ফোরামের উপদেষ্টা আব্দুর রহমান দুদু, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিয়াজ মো. আজিজুল করিম।
শাহজালাল ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মাজহারুল ইসলাম, সৈয়দ কিজির আহমদ, ইসহাক আহমদ জহির, তাহমিন দাঊদ কোরেশী, আক্তার হোসেন, আব্দুল ওয়াদুদ, নুরুল ইসরাক শাহিন প্রমুখ। অনুষ্ঠানে আড়াই শতাধিক মানুষের মধ্যে চাল, তেল, চিনি, লবন, আলু, পিঁয়াজ, ময়দা, সেমাই, লাচ্চি ইত্যাদি খাদ্যসমাগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি