শাহজালাল জামেয়ায় তা’লীমুল ক্বরআন কেন্দ্রের সমাপনী
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৯:৩১:০৮ অপরাহ্ন
বিশুদ্ধ কুরআন শিক্ষার প্রসিদ্ধ সংস্থা ইত্তিহাদুল কুররা বাংলাদেশ পরিচালিত কেন্দ্র শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সিলেটের মাসব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী আব্দুস শাকুর বলেছেন, স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য এ রকমের উদ্যোগ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেন্দ্রের পরিচালক মাও:আব্দুল জলীল নিয়াগুলীর সভাপতিত্বে সহকারি পরিচালক ও প্রধান ক্বারী মাওলানা মাসউদ আহমদ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দীন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ব্যবসায়ী খিজির আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান ক্বারী মাওলানা জালাল উদ্দীন। শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী সাফওয়ান রহমান, সংগীত পরিবেশন করে জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত শিল্পী আব্দুল্লাহ মোহাম্মদ মাহদি, আবদুল্লাহ জিহাদ সা’দ। উপস্থিত ছিলেন কেন্দ্রের সিনিয়র ক্বারী মাও :আবুল হাসনাত বেলাল, সিনিয়র ক্বারীয়াহ ফারহানা আক্তার, ক্বারি মাও: প্রভাষক সাইফুল হাসান কিবরিয়া, হা: মাও: আতিকুর রহমান, গিয়াস উদ্দিন রাজু, ক্বারিয়াহ তাবাসসুম জান্নাত ফারিহা, ক্বারিয়াহ মাহমুদা হাফিজ খান প্রমুখ। পরিশেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে ক্বেরাত ও সংগীত প্রতিযোগিতার ও সম্মাননা ক্রেস্ট এবং শান্তনা পুরস্কার, সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি