জৈন্তায় শিবিরের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৯:৩৮:১৮ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ছাত্রশিবিরের জৈন্তাপুর দক্ষিণ থানা শাখার সভাপতি মারুফ আহমদের সভাপতিত্বে ও উত্তর শাখার সভাপতি তারেক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উত্তরের জেলা সভাপতি মারুফ আহমদ রাজু, আসাদুল আম্বিয়া, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমদ, ছাত্রশিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, লক্ষীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নজরুল ইসলাম মারুফ, ছাত্রশিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি নাজমুল ইসলাম শিকদার, জেলা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহসিন আলমাস, জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনতজিম আলী, এডভোকেট আব্দুল আহাদ, আব্দুর রহমান আল মিসবাহ, গোলাম কিবরিয়া সুহেল, আব্দুল খালিক, জৈন্তাপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ সামসুজ্জামান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি হুসেন আহমদ, ছাত্রশিবিরের দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি সিদ্দিকুর রহমান, হুসেন আহমদ ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ প্রমুখ।