১৫ মামলার আসামি আটক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ১০:০১:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট থেকে ১৫ মামলার এক আসামীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর মোগলাবাজার থানার গোটাটিকর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল। তার নাম হেলাল মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার চৌকা গ্রামের মৃত হাফিজ জমির আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হেলাল মিয়ার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র মামলা, চুরিসহ মোট ১৫ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।