নগরবাসীকে আরিফুল হকের ঈদের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৭:১৯:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সদর ও মহানগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। এবারের ঈদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার মাধ্যমে ঈদ উদযাপন সম্পন্ন করবেন এই প্রত্যাশা করছি। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সপরিবারে দেশে প্রত্যাবর্তন হোক এবারের ঈদের মূল প্রার্থনা। সব শেষে আরিফুল হক চৌধুরী সকলের সুখ, শান্তি আর সম্মৃদ্ধি কামনা করেন। বিজ্ঞপ্তি