কুলাউড়ায় ঈদ পুনর্মিলনীতে আসছেন জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৭:২৫:২৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ঈদের পরদিন কুলাউড়া শহরের ডাকবাংলো মাঠে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম জানান, জামায়াত আমীরের নিজ জন্মভূমিতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের পরদিন বিকাল ৩টায় ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান উপস্থিত থেকে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের কুশল বিনিময় করবেন। পরে তিনি সবার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, উপজেলা জামায়াত আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদের তাৎপর্য, ইসলামী মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মী এবং সমর্থকরা উপস্থিত থাকবেন।