শরীফগঞ্জে বিএনপি অঙ্গ-সংগঠনের ইফতার
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৭:৩৬:১০ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতন পরবর্তী সময়ে দেশে স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। বিএনপি ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে টানা ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিএনপির অগ্রণী ভুমিকা পালন করেছে। দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। এবার ভোটাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিবে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজনে মনোযোগি হতে হবে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
তিনি শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার শরীরফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
স্থানীয় মুসলিমগঞ্জ বাজারে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল খালিক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সহ সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাষ্টার, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জামিল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জেলা যুবদলের ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান রিপন।
বক্তব্য রাখেন শরিফগঞ্জ ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দিলাল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক শিপন আহমদ, যুব বিষয়ক সম্পাদক জাবের আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি উনু মিয়া, সাধারণ সম্পাদক জুনু মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, কৃষকদল নেতা সেলিম আহমদ, যুবদল নেতা শাহান আহমদ ও কবির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি