জুলাই বিপ্লবে শহিদ পরিবারে সদর জামায়াতের আর্থিক অনুদান
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:০৪:১৯ অপরাহ্ন
জুলাই বিপ্লবে শহিদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করেছে সিলেট সদর উপজেলা জামায়াত। শুক্রবার বাদ জুমআ’ উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইনাতাবাদ গ্রামে ওয়াসিম আহমদের পিতার কাছে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ওয়াসিম আহমদ জুলাইয়ের আন্দোলনে ঢাকায় শহিদ হন।
এদিকে, হবিগঞ্জে শাহাদাৎ বরণকারী টুকেরবাজার ইউনিয়নের মোস্তাক আহমদের পরিবারকে অনুরুপ আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করেছে উপজেলা জামায়াত। বাদেয়ালী গুচ্ছগ্রামে মোস্তাক আহমদের ভাইর হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামান, সহকারি সেক্রেটারি আমিনুর রহমান, সহকারি সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদ, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মখলিছুর রহমান ইমরান ও ৯নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি