বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:০৫:৩৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার নিজ বাহাদুর ইউনিয়নের কবিরা গ্রামের দেড় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শুক্রবার বিকেলে ঈদ সামগ্রী বিতরণ করেছে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন অব ইউএসএ।
ফাউন্ডেশনের নির্বাহী ব্যবস্থাপক এসএম মানিকের সভাপতিত্বে এবং সমন্বয়ক নাট্যজন মো. শহীদ-উল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও জালালাবাদের প্রতিনিধি আব্দুর রব। বিশেষ অতিথির বক্তব্য দেন ইমাজিন ফাউন্ডেশন সিলেট-এর কেন্দ্রীয় মহাসচিব মুন্সী শরীফুল ইসলাম, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক ও বাফুফের অর্ন্তভুক্ত রেফারী লুৎফর রহমান, স্থানীয় সমাজকর্মী মো. দুলু মিয়া প্রমূখ।