জৈন্তায় সেনাবাহিনীর উপর চোরাকারবারীদের হামলার ঘটনায় মামলা, আটক ৫
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:০৭:০৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ডিউটিরত অবস্থায় সেনা সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৭০ জনের নামে মামলা করা হয়েছে। জানা গেছে, গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২ টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক ভারতীয় চোরাই মহিষ জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে আসার পথে কয়েকজন চোরাকারবারী সেনা সদস্যদের ওপর পূর্ব পরিকল্পনা মোতাবেক ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর সদস্যরা আহত হন এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। উক্ত ২৮ জনের ভাষ্যমতে এবং তাদের সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে সনাক্ত করে ২৯ মার্চ জৈন্তাপুর থানায় ৭০ জনের নাম উল্লেখপূর্বক ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদের নিয়ে আসা ২৮ জনের মধ্যে ৫ জনকে উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিকারখা গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে মোঃ মুহিবুর রহমান (৫৩), চান্দগাট গ্রামের জহির উদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (১৮), হেমু হাউদপাড়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে কুতুব উদ্দীন (৫০), হরিপুর গ্রামের ইব্রাহীম আলীর ছেলে ইলিয়াস আলী (৫৩) ও লামা শ্যামপুর গ্রামের সোবান মিয়ার ছেলে সোহেল আহমদ (২৬)। অন্যান্যদের মুচলেকা গ্রহণের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান হরিপুরে সেনাবাহিনীর গাড়ী ভাংচুরের ঘটনায় পাঁচজন আসামি সেনাবাহিনী কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন উক্ত ঘটনায় ৭০ জনকে নামীয় এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আদালতে সোপর্দ করা হয়।